Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিত্যানন্দপুর ইউনিয়নের ইতিহাস

ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার একটি অতিমাত্রায়  অতীত কে নয় বর্তমান প্রজন্মকে সঠিক পথে সু-শিক্ষায় শিক্ষিত করে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নের দুয়ার উন্মোচন করতে সদা প্রস্তূত নিত্যানন্দপুর  ইউনিয়ন পরিষদ।

                    নিত্যানন্দপুর একটি গ্রাম কেন্দ্রীক ইউনিয়নএবং ইউনিয়নটি বাগুটিয়া বাজারে পূর্ব দিকে অবস্থিত।  ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নিত্যানন্দপুর ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত নিত্যানন্দপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম ১২নং নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ৮০৮১.(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –৩০,০৪২জন  (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৭টি।

ঙ) মৌজার সংখ্যা – ২০টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান/ইঞ্জিন চালিত ভ্যান/মোটরসাইকেল